ঢাকা, রবিবার, ১৯ মে, ২০২৪

পায়রা বন্দরের প্রথম টার্মিনালের জেটি থেকে নদীতে পড়ে শ্রমিকের মৃত্যু`

পায়রা বন্দরের প্রথম টার্মিনালের জেটি থেকে নদীতে পড়ে মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে সাইফুল হাওলাদার (৩৪) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে লালুয়া ইউনিয়নের চাড়িপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। মৃত: সাইফুল ওই ইউনিয়নের মাঝের হাওলা গ্রামের ইউনুছ হাওলাদারের ছেলে। সে পায়রা বন্দরের ঠিকাদারী প্রতিষ্ঠান চায়নার সিসিইসিসির সাব ঠিকাদারী প্রতিষ্ঠান হুনানে কর্মরত ছিলো। 


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার শেষ বিকেলে প্রথম টার্মিনালের জেটিতে অন্য শ্রমিকদের সঙ্গে কাজ করতে ছিলো সাইফুল। সন্ধ্যার দিকে এসময় সে পা ফসকে রবানাবাদ নদীতে পড়ে জেটির এ্যাঙ্গেল কিংবা রডের সঙ্গে মাথায় আঘাপ্রাপ্ত হয়ে ডুবে যায়। সন্ধ্যার পরে অন্যান্য শ্রমিক ও পায়রা বন্দরের ডুবুরী দল তাকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসলে রাতে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন। 


কলাপাড়া থানার ওসি তদন্ত মোস্তাফিজুর রহমান জানান, শুক্রবার লাশ উদ্ধার করে রাতেই মর্গে প্রেরন করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।

ads

Our Facebook Page